কোলাঘাটের দেনান রূপনারায়ন নদীর পাড় সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে ফটো,আতঙ্কের পরিবেশ, সচেতনতাই পথনাটক।

0
301

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ন নদী পার সংলগ্ন দেনান বাজার এলাকায় রাস্তায় দেখা দিয়েছে বড়সড় ফাটল, ধীরে ধীরে ধ্বস নামতে শুরু করেছে নদী পার, রাস্তাঘাটে দেখা দিয়েছে পটল, পাশাপাশি বেশ কয়েকটি দোকান ঘরে ফাটল দেখার ফলে বন্ধ রয়েছে দোকানপাট, রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, রাত জেগে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসীরা, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পথনাটকের আয়োজন করা হয়েছে, মূলত পরিবেশ সচেতনতা তাগিদেই নাটকের মূল বিষয় নদীর দু’পাড়ে যেভাবে বেআইনি হোটেল ও বাড়ি তৈরী হচ্ছে তার বিরুদ্ধে জনস্বার্থ সচেতনতা বৃদ্ধি করতেই এই পথনাটকের আয়োজন, জানা গিয়েছে এলাকার বিভিন্ন জায়গায় এই পথনাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়, তবে এই সংগঠনের এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here