নজরে : পৌর নির্বাচন, নিউব‍্যারাকপুর পৌরসভা,৪ নম্বর ওয়ার্ড।

0
283

নিউজ ডেস্ক,উওর ২৪পরগনা:- পৌরসভার নির্বাচনের পারদ ক্রমশঃ বাড়ছে,আগামী ২৭ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮ পৌরসভার নির্বাচন।বিভিন্ন রাজনৈতিক দল মিটিং,মিছিল,পথসভার মাধ‍্যমে প্রচারে ঝড় তুলছে।২৭ফেব্রুয়ারি নবব‍্যারাকপুর পৌরসভারও নির্বাচন,এই পৌরসভার ৪নং ওয়ার্ডটি অফিস জোন বা ক্রিম জোন হিসাবে পরিচিত।বিগত ২টি পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন গৌরী সাহা,ওয়ার্ড কমিশনার হিসেবে তিনি বিগত ১০বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে ব্রতী করে ৪নং ওয়ার্ড এর মানুষের কাছে নয়নের মণি হয়ে ওঠেন।সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ন করা থেকে গরীব,দু:স্থ,অসহায়দের খাদ‍্য,শীতবস্ত্র বিতরণ সব কাজেই তিনি থাকেন। ২০১০ এ এলাকার রাস্তা উন্নয়নে এই ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক সুহৃদ নাগরিক গৌরী সাহার ভালো কাজে খুশি হয়ে ৩০লক্ষ টাকা দান করেন তার কাছে,যা রাস্তা উন্নয়নের কাজে তিনি ব‍্যয় করেন।এছাড়া ২০১৫ তে এই ওয়ার্ডের আর এক বিশিষ্ট নাগরিক কমিশনার গৌরী সাহার কাজে সন্তুষ্ট হয়ে ৩০লক্ষ টাকা দান করেন,যা তিনি পৌরসভার মা ক‍্যান্টিন গড়ে তোলার কাজে ব‍্যয় করেন। বিধ্বংসী আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায‍্যার্থে শ্রমতী সাহা এলাকায় ১৪,১৫ পার্টের দলীয় কর্মীদের সাথে নিয়ে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েন।এহেন কমিশনার মিশুকে, সদালাপী,কর্মঠ ,লড়াকু কমিশনার গৌরী সাহা দুর্ভাগ্যজনিত কারণে দলীয় টিকিট পান নি।কিন্তু নবব‍্যারাকপুর পৌরসভার ৪ ওয়ার্ডের মানুষরা তাদের প্রিয় কাজের ও ভালোবাসার ও উন্নয়নের কারিগর গৌরী সাহাকে এবারও কমিশনার হিসেবে দেখতে চান,তাই তাদের সমর্থন ও আশীর্বাদ নিয়ে ওয়ার্ডের উন্নয়ন করতে এবারো তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন,এলাকার মানুষের কল‍্যাণকাজে নিজেকে আবারো নিয়োজিত করার লক্ষ্যে তিনি মানুষের আশীর্বাদ নিয়ে জয় প্রার্থনা করেছেন এলাকার সকল মানুষের কাছে,তিনি আশাবাদী,সবার আশীর্বাদ তিনি পাবেন।প্রত‍্যাশায় তাই এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here