জাতি ভেদাভেদ ভুলে গিয়ে বসন্ত উৎসব ও মিলন মেলায় মেতে উঠলো তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ।

0
435

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– জাতি ভেদাভেদ ভুলে গিয়ে বসন্ত উৎসব ও মিলন মেলায় মেতে উঠলো তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। সোমবার শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন করে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের প্রতিমা নিরঞ্জন ঘাট সংলগ্ন এলাকায়। এদিন এই মিলন মেলায় উপস্থিত ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিন্দাবন প্রামাণিক। এছাড়া উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অনন্যা ঘোষ, ও তার স্বামী বিভাস ঘোষ। এই বসন্ত উৎসব ও মিলন মেলায় অংশগ্রহণ করতে দেখা গেল শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থক সহ ওয়ার্ডের সমস্ত সাধারণ মানুষকে। শুধু তাই নয়, শান্তিপুরের বেশ কয়েকটি ওয়ার্ড থেকেও এই বসন্ত উৎসব ও মিলন মেলায় অংশগ্রহণ করে কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মিলন মেলায় উপস্থিত হয়ে শহর তৃণমূল সভাপতি বিন্দাবন প্রামাণিক বলেন, শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনে ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২২ টি ওয়ার্ডে জয়যুক্ত হয়েছে তৃণমূলের প্রার্থীরা, অন্যদিকে বসন্ত এসে গেছে, তাই আগেভাগেই দলীয় কর্মী সমর্থক ও সমস্ত মানুষকে মিলিত করার জন্যই এই বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন। যদিও এই উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here