দুবরাজপুরে সাড়ম্বরে পালিত হল মা রক্ষাকালীর পুজো।

0
268

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- গতকাল শনিবার রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাজার নবারুণ সংঘের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো। ৩০০ বছরেরও বেশি পুরাতন এই পুজো শেষ দুই বছর করোনা আবহে জাঁকজমক পূর্ণ না হলেও এই বছর পুজো দেখবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। নির্দিষ্ট প্রথা মেনেই চলে দেবীর আরাধনা। রক্ষাকালী পুজোয় সারারাত ব্যাপী চলে দেবীর আরাধনা। এই রক্ষা কালী পুজোয় মাকে ভোগ অর্পণ করা হয় এবং সূর্যোদয়ের আগেই আবার দেবীকে লালবাজার সংলগ্ন একটি পুকুরে বিসর্জন করা হয়। নবারুণ সংঘের সেক্রেটারী সুবীর গড়াই জানান, এই পুজো শতাধিক বছরের পুরনো। আগে কলেরা, বসন্ত রোগে আক্রান্ত হলে মা রক্ষাকালীর পুজো করলে পরিত্রাণ পাওয়া যেত। তাই আমরা এই পুজো করে আসছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here