শবে কদরের রাতে দুধের শরবত বিতরণ ইসলামপুরে।

0
349

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল বৃহস্পতিবার রাত্রে ছিল শবে কদরের রাত। অর্থাৎ ২৬ টা রোজা পার করে এদিন সারারাত ধরে নমাজ পড়েন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তারপর আবার তীব্র গরম পড়েছে। তবুও রোজদাররা সারাদিন এই গরম সহ্য করে রোজা রাখার পর রাত্রে আবার নমাজ পড়ার জন্য বিভিন্ন মসজিদে হাজির হোন। তাই গতকাল রাত্রে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর সদর মসজিদ কমিটির সদস্যরা মিলে দুধের শরবতের ব্যবস্থা করেন। যাঁরা মসজিদে নমাজ পড়ার জন্য আসছেন তাঁদের জন্য এবং রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে চলাচল করা যানবাহনের ড্রাইভার ও খালাসিদেরও ঠাণ্ডা দুধের শরবত দেওয়া হয়। এই শরবত দিল্লির জামে মসজিদে তৈরি করা হয় যার নাম মহব্ব্তে শরবত। এই শরবত তৈরিতে দুধ, কাজু, কিসমিস, রুহ আফ্জা, তরমুজ, বরফ দিয়ে তৈরি। ইসলামপুর সদর মসজিদের সদস্য মীর নূর হোসেন জানান, আমরা এই দিনে প্রতিবছর চায়ের স্টল করি বিনামূল্যে। কিন্তু এ বছর খুবই গরম পড়েছে। তাই আমরা দিল্লির জামে মসজিদের মতো মহব্ব্তে শরবত বিতরণ করছি। যাঁরা নমাজ পড়তে আসছেন তাঁদের এবং যাঁরা ট্রাক ও বাসে করে যাচ্ছেন তাঁদেরও আমরা এই শরবত বিতরণ করছি। আমরা ১০ হাজার মানুষকে এই শরবত বিতরণ করব। এই মহৎ কাজ শ্রম দিয়ে সফল করেছেন সেখ মালেক, সেখ সবিউল, সেখ কাজল, রাজেন মির্ধা সহ ইসলামপুর সদর মসজিদ কমিটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here