বাস্তবতা বোঝার চিন্তন শক্তি যোগাতে পারে মার্কসীয় বই।

0
186

বহরমপুর, নিজস্ব সংবাদদাতা:–— ‘—ভুখা মানুষ ধর বই, ওটা হাতিয়ার’—-বলেছেন বারটোল ব্রেখট। চেতনার বিকাশ, সুন্দর সমাজ, যুক্তিগ্রাহ্য মন এবং প্রকৃত মূল্যবোধের উপাদান খুঁজে পাওয়া যায় মার্কসবাদী পত্রপত্রিকার বিভিন্ন লেখার মধ্য দিয়ে। এছাড়া মানুষের মধ্যে জ্ঞান অর্জনের তাগিদ তৈরি করা ও তাদের মানসিক বিকাশ ঘটানোর পথে বই এর প্রয়োজনীয়তা অপরিহার্য।

একথা স্মরণে রেখে সিপিআই (এম) মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে কাল মার্কসের 205 তম জন্ম দিবসে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির অফিস জ্যোতি চক্রবর্তী ভবনে এন . বি.এ স্টলের উদ্বোধন হয়ে গেল আজ। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্টির পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। উপস্থিত ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য, পার্টির জেলা কমিটির সম্পাদক জামির মোল্লাসহ আরো অনেক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here