রাজ্যের সাথে বাঁকুড়ায় উন্নয়নের পথে ১১ বছর।

0
195

সুদীপ সেন, বাঁকুড়া:-  ৫ই মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। সরকারের ১১ বছর পূর্তি।
এই বছরগুলোর সরকারের উন্নযনের খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে যে কমসুছি নেওয়া হয তার নাম উন্নয়নের ১১ বছর।

তার ই বিভিন্ন প্রকল্পের আজ ভার্তুয়াল উদ্বোধন করলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আরো নতুন করে উপ ভোক্তা দের হাতে চেক এবং শংসা পত্র প্রদান করলেন তিনি।

সেই অনুষ্ঠান কে সামনে রেখে রাজ্যের সমস্ত জেলা এই অনুষ্ঠানে পরোক্ষ ভাবে যোগদান করে।

বাঁকুড়ার রবীন্দ্র ভবনে জায়েন্ট স্ক্রীনে এই অনুষ্ঠান দেখানো হয়।

জেলার ৫০০ জনকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।
কয়েক জনের হাতে চেক এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র তুলে দেন জেলা শাসক কে, রাধিকা আইয়ার, বাঁকুড়া পৌরসভার পৌর মাতা অলকা সেন মজুমদার, অতিরিক্ত জেলা শাসক, বাঁকুড়া মহকুমা শাসক, জেলা পুলিশ সুপার ও অন্যান্য অতিথি বর্গ ।

জেলা শাসক কে, রাধিকা আইয়ার বলেন, ৫ ই মে থেকে ২০ মে সমস্ত ব্লক ও মিউনিসিপ্যালিটি তে বিভিন্ন ট্যাব লো, প্রদর্শনী, স্টল, ট্রেনিং ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়নের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here