কেশপুর থানার উদ্যোগে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন সরিষাখোলাতে।

0
373

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাল্যবিবাহ নিয়ে প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সমাজসেবীর সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও মাঝেমধ্যেই সেইরকম চিত্র উঠে আসে, তাই এবার এলাকায় এলাকায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতন মূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে কেশপুর থানার পুলিশের উদ্যোগে সরিষাখোলা গ্রামে বাল্যবিবাহ সম্পর্কে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বাল্যবিবাহের ফলে তার প্রভাব কতটা বিপদজনক, পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যাতে গ্রামে এই ধরনের ঘটনা ঘটলে অতিসত্বর জেলা চাইল্ড লাইন বা জেলা নিয়ন্ত্রণ কক্ষে তারা জানাতে পারেন, তবে জেলা পুলিশের এই উদ্যোগে আদেও কি সাধারণ মানুষের সচেতন বোধ তৈরি হবে প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here