চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বরাকুড়াতে তৃণমূলের ST সেলের উদ্যোগে হুল দিবস পালন, উপস্থিত ব্লক সভাপতি।

0
269

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ৩০ শে জুন অর্থাৎ বৃহস্পতিবার হুল দিবস, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বরাকুড়া এলাকায় তৃণমূল ST সেলের উদ্যোগে পালন করা হলো হুল দিবস, এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,স্বপন রায়,জিয়াউল মন্ডল সহ অন্যান্য তৃণমূল ST সেলের নেতাকর্মীরা,
কথিত আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য দিন হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। প্রতিবছর ৩০শে জুন পালিত হয় এই দিনটি। । ১৮৫৫ সালে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুলের সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়।
এইদিন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দেবদেবীদের পুজো অর্চনা এবং পুরনো রীতিনীতি মেনে এই হুল দিবস পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here