শীতলকুচিতে পাশাপাশি তৃণমূলের পৃথক ২ টি কর্মসূচী ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

0
257

মনিরুল হক,কোচবিহার: একই সময়ে একই এলাকায় তৃণমূলের ২টি পৃথক কর্মসুচি। আর যা নিয়ে আবারও কোচবিহার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। জানা গিয়েছে, এদিন বিকেলে এসসি, এসটি,ওবিসি সেলের পক্ষ থেকে শীতলকুচি হাই স্কুলের মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা পরেশ বর্মন। অন্যদিকে শীতলকুচি কমিউনিটি হলে কিষান ক্ষেত মজদুরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় কর্মী সভা। এদিনের শীতলকুচি কমিউনিটি হলে কিষান ক্ষেত মজদুরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় কর্মীসভা।

এদিনের এই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ,তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কিসান ক্ষেত মাজদুর জেলা সভাপতি খোকন মিয়া, শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন,তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন, তৃণমূল কংগ্রেসের শীতলকুচির ব্লক সভাপতি তপন গুহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৃথক দুটি সভাতেই প্রধান উদ্দেশ্য ছিল ২১ শে জুলাই ধর্মতলায় চলো কর্মসূচি সফল করা। তবে শীতলকুচিতে তৃণমূলের দুটি কর্মসূচি হওয়ায় কর্মীদের মনে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া প্রকাশ্যে পেয়েছে।

যদিও কোন নেতা গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাননি বরং তারা জানান,তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একই দিনে একই সময়ে আবার একই জায়গায় দুটি কর্মসূচি ঘিরে দ্বিধাবিভক্ত নীচু তলার কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here