বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্ম প্রার্থী স্পেশাল এডুকেটর দের স্থায়ী কাজের দাবিতে আবেদন।

0
308

সুদীপ সেন, বাঁকুড়া:-  সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সাথে সাথে সমাজ ও সংস্কৃতির শিক্ষা দিয়ে সমাজের ও শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে কর্ম প্রার্থী স্পেশাল এডুকেটর গণ।

২০০৯ সাল থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ বন্ধ আছে বলে এক কর্ম প্রার্থী মিলন হাজরা জানান।
তিনি জানান তাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত।

অন্য এক কর্ম প্রার্থী চিন্ময়ী শীট সরকার জানান , স্পেশাল স্কুল, ব্লক রিসোর্স সেন্টার, মডেল স্কুল, সাধারণ বিদ্যালয় , যেকোনো জায়গায় তাঁদের নিয়োগ করা হোক। না হলে বয়স পেরিয়ে গেলে তাঁরা কোথায় যাবেন।

তাঁরা তাঁদের নিয়োগের দাবী পত্র নিয়ে ৮ ই জুলাই বাঁকুড়া জেলা শাসকের মাধ্যমে কলকাতায় বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা শাসক মহোদয়া তাঁদের কথা মন দিয়ে শোনেন এবং বিকাশ ভবনের সাথে এই বিষয়ে কথা বলেন বলে কর্ম প্রার্থীদের সূত্র থেকে জানা যায়।
এখন ভবিষ্যতে কি হয়, তার অপেক্ষায় স্পেশাল এডুকেটর গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here