বাঁকুড়ার তিলুড়ী তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সি, এস, সি শুরু হওয়ায় খুশি মানুষজন।

0
160

সুদীপ সেন, বাঁকুড়া:-  বাঁকুড়ার শালতোড়া ব্লকের তিলুড়ী জেলার মধ্যে অন্যতম বর্ধিষ্ণু স্থান হলেও কোনো বড়ো ব্যাংক এখানে নেই।
নেই এ, টি, এম পরিসেবা।

বাধ্য হয়ে অসংখ্য কর্মরত ও অবসর গ্রহণ কারী মানুষজন তাঁদের অর্থনৈতিক লেনদেনের জন্য পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে শালতোড়ার ইউ, বি, আই বা পি, এন, বি ব্যাংকের উপর নির্ভরশীল।

শুধু যাতায়াত না, লিংকের সমস্যা এবং ভিড় , অনেক মানুষের অসুবিধার কারণ।

অবশেষে মানুষের অনেক টা সুরাহা হলো সম্প্রতি তিলুড়ী গান্ধী মোড়ে পি, এন, বি ব্যাংকের সি, এস, সি শুরু হওয়ায়।

এই সি, এস, সি তে কর্মরত মিলন গরাই জানান, পি, এন, বি ব্যাংক এর একাউন্ট হোল্ডার রা টাকা তোলা, জমা করা, এন, এফ, টি,
আর, টি, জি, এস এর সুযোগ সুবিধা তো পাবেন ই, নতুন ব্যাংকের পাস বই খুললে গ্রাহক রা ব্যাংকের যেসমস্ত সুবিধা পাওয়া যায়, সেই সমস্ত সুবিধাই পাবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই নতুন সি, এস, সি তে টাকা লেনদেন করতে এসে স্বপন দাশগুপ্ত জানালেন ,এই সি, এস, পি তিলুড়ী তে হওয়ায় তাঁদের মতো বয়স্ক মানুষদের অনেক উপকার হলো।

শালতোড়া যেতে সময়, ভিড় ,এইগুলো এড়ানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here