বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে সবুজ বাহিনীর (Green warrior ) সদস্যবৃন্দ বোলপুর বৃক্ষ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় পঞ্চাশ এর অধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ।

0
475

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ স্কুল শেষে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে সবুজ বাহিনীর (Green warrior ) সদস্যবৃন্দ বোলপুর বৃক্ষ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় পঞ্চাশ এর অধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করে রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা হয়। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে বর্ষার শুরুতে গাছের রোপণের এখন সবথেকে উপযুক্ত সময় । তাই কাঁঠাল, আম, পেয়ারা, নিম, পলাশ, শাল , আমলকি, হরিতকী, কাজুবাদাম ইত্যাদি বিভিন্ন প্রজাতির চাড়া গাছ রোপণ করা হলো। বর্তমানে পরিবেশ রক্ষা আমাদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। তাই বিদ্যালয়ে যারা গাছকে ভালবাসে তাদের নিয়ে সবুজ বাঁচানোর উদ্দেশ্যে ছাত্রদের নিয়ে সবুজ যোদ্ধা (Green warrior) নামে এক বাহিনী তৈরি করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা চারা গাছ রোপণ থেকে প্রতিদিন পরিচর্যা ও রক্ষনাবেক্ষন সবকিছু করবে। এই সদস্যদের মতামত দিয়ে সহযোগিতা করেন সহকারী শিক্ষক বরুনবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here