ভরতপুরে আধার কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভরতপুর থানার পুলিশ।

0
178

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত সয়দকুলুট গ্রামে সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভরতপুর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য এনআরসির সময় সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস ও আলী আক্তার নামের ২ ব্যাক্তি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আধার কার্ড নেয় এবং তাদেরকে বলে তাদের আধার কার্ড দিলে তাদের এনআরসির সমস্ত কাগজ ঠিক করে দেয়া হবে এবং সেই আধার কার্ডগুলো নিয়ে বিভিন্ন মোবাইলের সিম তোলে ওই দুই ব্যক্তি, ভরতপুর থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের ব্যক্তিকে গ্রেফতার করে 420, 464, 471, 120 B IPC ধারায় মামলা রুজু করে মঙ্গলবারের দিন কান্দি মহকুমা আদালতে পেশ করে। ধৃত সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস কে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি ভাস্কর মজুমদার ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here