৩৮ বছরের এক পথ চারীর ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটলে তাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধুন্দুমার কান্ড ঘটে।

0
190

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩৮ বছরের এক পথ চারীর ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটলে তাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধুন্দুমার কান্ড ঘটে।আনুমানিক তিন ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চতুর্দিক দিয়ে বন্ধ করে পথ অবরোধ করলে পুলিশের সাথে পথ অবরোধ কারীদের দফায় দফায় গন্ডগোল বাঁধে। পথ অবরোধ কারিরা লাঠি
সোডা নিয়ে বিবেকানন্দ মোড়ে ব্যাপক আকারে জমায়েত হয়। বিক্ষোভকারিরা কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের পৌর বাস স্ট্যান্ড একসময় নিজেদের দখলে নিয়ে নেয়। বিক্ষোভকারীদের বক্তব্য অবিলম্বে সিভিক পুলিশদের বদলে পুলিশদের দিয়ে ট্রাফিক ডিউটি করাতে হবে
,পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে তাদের সামনে আসতে হবে। মৃত ব্যক্তির পরিবারের একজনকে চাকরি দিতে হবে। জানা যায় সকাল সাড়ে এগারোটার সময় মহাবির মাহাতো (৩৮) নামে এক ব্যক্তি বিবেকানন্দ মোড় দিয়ে হেঁটে যাবার সময় একটি দশ চাকার ট্র্যাকটি মহাবির মাহাতো কে সরাসরি ধাক্কা মারলে সেখানেই সে ছিটকে দূরে পরে যায়। এলাকার লোকজন তাকে সাথে সাথে কালিয়াগঞ্জ হসপিটালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পাবার সাথে সাথে ১৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বসন্ত রায় হাসপাতালে মৃত ব্যক্তিকে দেখতে যান।মৃত ব্যক্তির বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাহাতোপাড়ায়। এত বড় একটি ঘটনা কালিয়াগঞ্জ শহরে ঘটলেও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এবং উপ পৌর পিতা ঈশ্বর রজক বিবেকানন্দ মোড়ে আসার সময় না পাওয়ায় শহরের মানুষ প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে।কালিয়াগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত আই সি দীপঙ্কর বিশ্বাস ঘটনার খবর পেয়েই প্রচুর পুলিশ নিয়ে বিবেকানন্দ মোড়ে হাজির হলেও কোন ভাবেই বিক্ষোভকারীদের আয়ত্বে আনতে ব্যর্থ হন। ঘণ্টা তিনেক পর পুলিশ তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় বলে কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আই সি দীপঙ্কর বিশ্বাস জানান। জানা যায় ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেপ্তার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here