দুর্নীতি, ভ্রষ্টাচার ঘিরে ফেলেছে ঈশ্বরের সৃষ্টি মানবজাতিকে, তার থেকে মুক্তির পথ খুঁজতে এক দিনের আত্মিক উদ্দীপনা সভায় মিলিত হলো খ্রিস্টিয় সমাজ।

0
385

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- দুর্নীতি, ভ্রষ্টাচার ঘিরে ফেলেছে ঈশ্বরের সৃষ্টি মানবজাতিকে, তার থেকে মুক্তির পথ খুঁজতে এক দিনের আত্মিক উদ্দীপনা সভায় মিলিত হলো খ্রিস্টিয় সমাজ।

মঙ্গলবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চার্চ এ অনুষ্ঠিত হয় এই বিশেষ আত্মসমালোচনা মূলক সভাটি, এই এক দিনের বিশেষ ধর্মীয় সভায় যোগ দেন খ্রিষ্ঠ সমাজের প্রতিনিধিরা। সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চর্চা এর প্রধান পুরোহিত রেভারেন্ট আবেদন লাকরা জানান, বর্তমানে আমাদের এখানে ঈশ্বরের সৃষ্টি মানুষ নানা ভাবে বিপথগামী, যার মধ্যে দুর্নীতি বা ভ্রষ্টাচার একটি অন্যতম বিষয় এই মুহূর্তে, এমন মানবতা বিরোধী কাজের থেকে যাতে মানুষ নিজেকে দূরে রাখতে পারে, এবং প্রভু যীশুর দেখানো পথে চলে সমগ্র বিশ্বে সুখ শান্তি বজায় রাখার কাজে নিজেকে নিয়োজিত করে সেই বিষয় গুলো নিয়েই আজ এই এক দিনের আত্মিক উদ্দীপনা সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here