বিশ্ব আদিবাসী দিবস পালিত হল গঙ্গাজলঘাটী ব্লকে।

0
193

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন হল গঙ্গাজলঘাটির সিঁদাড়া মুক্তমঞ্চে। প্রতি বছর ৯ আগস্ট পালন করা হয় এই মহান দিনটি। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে দিবসটি পালন করার জন্য উদ্যোগ নেয় রাষ্ট্রপুঞ্জ।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতেও পালিত হচ্ছে আজকের দিনটি। এই দিনটি জাঁকজমক করে পালন করল
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের সিঁদাড়া গ্রামে। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পরিচালনায় এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধামসা মাদল ও আদিবাসী নৃত্যের মাধ্যম অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নানান ধরনের অনুষ্ঠান করেন।
উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার, সম্পাদক নিমাই মাজী, সহসভাপতি ধবলকান্তি সিংহ, গঙ্গাজলঘাটি থানার সি আই সহ একাধিক ব্যাক্তিত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here