বর্ধমান এক নম্বর ব্লকে প্রাক্তন বিধায়ক শহীদ কাশীনাথ তার স্মরণ সভা।

0
305

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ১১ ই আগস্ট ২৭শে শ্রাবণ আজকের এই দিনটিতে মৃত্যু হয়েছিল তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার কংগ্রেসের বিধায়ক শহীদ কাশীনাথ তা র। ১৯৮২ সালের এই দিনটিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের গুন্ডাদের হাতে খুন হত হয়েছিল কংগ্রেস বিধায়ক শহীদ কাশীনাথ তাঁ কে। অবিভক্ত বর্ধমান জেলার বিজয় রামের ভোতারপার এলাকায় খুন করা হয়েছিল তাকে। প্রতিবছর আজকের এই দিনটি শহীদ কাশীনাথ তাঁয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয় বর্ধমান এক নম্বর ব্লকের ভোতারপাড় এলাকায়। আজকের এই স্মরণ সভায় আগত সমস্ত মানুষ তার প্রতিকৃতিতে মাল্য দান করেন এবং উপস্থিত অতিথিবর্গ শহীদ কাশীনাথ তাঁর স্মৃতিচারণা করেন। স্মরণ সভার শুরুতেই উপস্থিত অতিথিবর্গ এবং সাধারণ মানুষ তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।

তারই স্মরণ সভায় আজকে উপস্থিত ছিলেন শহীদ কাশীনাথ তাঁয়ের সুযোগ্য কন্যা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা। আজ স্মরণ সভায় কাকুলি তাঁ সেদিনকার সেই ভয়ংকর ঘটনার কথা মানুষের কাছে তুলে ধরেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তাঁ,বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবনারায়ণ গুহ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here