বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতার প্রসঙ্গে কাঁথি থেকে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

0
214

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের দিনে তার মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন একটা লোককে বারবার ডাকা হয়েছে তিনি যাননি, এটাতো আইনের বাইরে নয়, তদন্তকারী সংস্থার একটি সাংবিধানিক বডি, তার চিফ কে ঠিক করেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর এত বড় গরিমা শক্তিশালির সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন, আইনের আওতায় এনে তাদের তদন্ত করবেন তাতে আমার কিছু বলার নেই, অনুব্রত মণ্ডল যে এত বড় মাফিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, একটা মোদির দোকান থেকে এবং যে হাটে মাগুর মাছ বিক্রি করতো, সে আজকে হাজার কোটি টাকার মালিক, এতো মমতা ব্যানার্জির সৃষ্টি, আমি আশা করব এই যে অনুব্রতর মত লোকেদের কয়লা পাচার, গরু পাচার বালি পাচার, এমনকি বিরোধী দলের কর্মীদের উপর যে অত্যাচার কার নির্দেশে করা হতো তার নাম বলা হোক, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করেছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাব নিজে এবং মোহনবাগান তার মা, সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যেমন নন্দীগ্রামে বলেছিলেন মেজ বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, মেজ বোন তো বলে দিয়েছে আমার বাড়িতে তোমার জায়গা হবে না যাও, ভবানীপুরের ছাপ্পা মেরে জিতেছে, এভাবেই কটাক্ষ করলেন তিনি, পাশাপাশি বাংলা সংস্কৃতির ধ্বংসকারী বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি, পাশাপাশি তার লেখা কবিতা নিয়েও অট্টহাস্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here