সদাইপুর থানার ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব।

0
171

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ রাখি বন্ধন উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। তাই এবার রাখি বন্ধন উৎসবে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশ কেবলমাত্র সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনই করে না, একাধিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ স্থাপনও করে। তাই এবার সদাইপুর থানার ব্যবস্থাপনায় এবং ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সদাইপুর থানার পুলিশ পথ চলতি মানুষ, বাইক আরোহী থেকে ট্রাক-বাস চালক সকলের হাতে রাখি পরিয়ে জনসংযোগ বৃদ্ধির চেষ্টা করল। এদিন রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে জাম্বুনি বাসস্ট্যাণ্ডের কাছে সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে হাতে রাখি পরিয়ে দেন। ওসির সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ অফিসার এবং মহিলা পুলিশ কর্মীরাও পথ চলতি মানুষজনকে রাখি পরায়। পাশাপাশি সকলকে মিষ্টি মুখও করানো হল। সদাইপুর থানা সূত্রে জানা যায়, এদিন ৫০০ জনকে রাখি পরানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here