রাখী বন্ধন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

0
178

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-রাখী বন্ধন ভারতের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসব হলো ভাই ও বোনের উৎসব। রাখী বন্ধনের দিন দাদা বা ভাইয়ের হাতে দিদি বা বোনেরা রাখী পরিয়ে দেয়। এর মাধ্যমে দিদি বা বোনেরা, দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে। তাই আজ রাখী বন্ধন উৎসব উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ব্লক ও যুব কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় যাত্রা খোদেজা খাতুন উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। প্রথমে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা এলাকাজুড়ে। তারপর একে অপরকে রাখী পরিয়ে দিনটি পালন করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মোহন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী খিলাফত খাঁন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here