আজাদী কা অমৃত মহোৎসবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন না করেই ফিরে যেতে হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে।

0
271

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে এসেও পতাকা উত্তোলন না করেই ফিরে যেতে হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। জানা গেছে, রাজ্যের তরফে কোনো অনুমোদন এসে পৌঁছয়নি মেদিনীপুর সংশোধনাগারে। আর সেই কারণেই সংশোধনাগারে প্রবেশ করতে পারলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। জাতীয় পতাকা উত্তোলন না করেই ফিরতে হল তাঁকে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে গোটা বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি। পরে মন্ত্রী সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে, মন্ত্রী বলেন, এই ঘটনা অতি দুর্ভাগ্যজনক। স্বাধীনতা সংগ্ৰামীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করল রাজ্য সরকার বলেও মন্তব্য করেন সুভাষ বাবু। কেন্দ্রীয় মন্ত্রককে লিখিতভাবে জানানো হবে বলেও জানিয়েছেন। কেন এই বিপত্তি? এই নিয়ে অবশ্য কোনও উত্তর মেলেনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে। ক্যামেরা দেখে কার্যত লুকিয়েই পালিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here