বাঁকুড়ার শালতোড়া জোন এ, বি,টি,এর বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

0
177

সুদীপ সেন, বাঁকুড়া:- প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করে বাঁকুড়ার শালতোড়া এ, বি, টি,এ জোনাল কমিটির উদ্যোগে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র , ছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার শালতোড়া বি,এড, কলেজে।

গত দুই বৎসর করোনা পরিস্হিতির জন্য এই প্রতিযোগিতা স্থগিত ছিল।

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র, ছাত্রী রা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

এ,বি,টি, এ, শালতোড়া জোনাল কমিটির সভাপতি হিমাংশু ঘোষ জানান, বিগত দুই বৎসর কোভিড মহামারীর জন্য এই প্রতিযোগিতা হয় নি।
এই বৎসর ২০২২ সালের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
ছাত্র, ছাত্রীদের মনের এক ঘেয়েমি দুর করতে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রয়োজন।

এ,বি,টি, এ , শালতোড়া জোনাল কমিটির সম্পাদক কল্যাণী প্রসাদ কুম্ভকার জানান, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আগামী রবিবার মহকুমা স্তরের প্রতিযোগিতা বাঁকুড়ায় অনুষ্ঠিত হবে।
সকল প্রথম স্থানাধিকারি প্রতিযোগীদের তিনি এই বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়ে দেন।

শিক্ষাবিদ নুজিবর রহমান জানান, বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে এই প্রতিযোগিতা করতে হয়।
আরো বেশি করে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো ভালো করে কিভাবে এই প্রতিযোগিতা হয় সেই বিষয়ে জোর দেওয়ার কথা বলেন।

স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণের পর অনুষ্ঠানটি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here