মহামারির সময়ে স্বপ্নাদেশে মায়ের মন্দির নির্মাণ, ও ১০০ বছর ধরে পূজিত মা।

0
333

আবদুল হাই, বাঁকুড়াঃ গ্রাম বাংলায় দেব দেবীর মহাত্মা বহু প্রচলিত, কখনো দেব কখনো বা দেবীর মন্দির স্থাপনের বহু পুরনো ইতিহাস উঠে এসেছে খবরের শিরোনামে। এভাবেই আবারও সামনে এলো আর এক দেবীর মন্দির নির্মাণের পুরানো ইতিহাস। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গোপালনগর গ্ৰামে ১০০ বছর আগে মায়ের স্বপ্নাদেশে নির্মিত হয়েছিল মাতৃ মন্দির এবং মাও পূজিত হচ্ছে সেই মন্দিরে ১০০ বছর যাবৎ। গ্রামের সকল বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় মা রক্ষা কালীর পূজা হয়ে থাকে জানা যায়। এই পূজা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here