রাতভোর বৃষ্টি জলমগ্ন ক্যানিং,নিকাশি ব্যবস্থা বেহাল,রাস্তায় হাঁটু সমান জল ডিঙিয়ে স্কুলে যেতে হয়।

0
303

অকারণ মুখোপাধ্যায়,দক্ষিণ ২৪ পরগনা – সাধারণ বৃষ্টিপাত কিংবা নিন্মচাপের জেরে বৃষ্টিপাত হলেই ক্যানিং শহরে হাঁটু সমান জল জমে যায় এমনই অভিযোগ স্থানীয়দের।সমস্যায় পড়েন সাধারণ নিত্যযাত্রী থেকে বিভিন্ন যানবাহন।মঙ্গলবার সারারাত বৃষ্টিপাতের জেরে ক্যানিংয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।এছাড়াও ক্যানিং শহর সংলগ্ন পেট্রোলপাম্প থেকে পুরাতন বিডিও অফিস পর্যন্ত ক্যানিং-বারুইপুর রোডে হাটু সমান জল জমে যায়।সেই নোংরা জল ঝাঁপিয়ে দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সহ অন্যান্যদের কে যাতায়াত করতে হয়।এছাড়াও প্রবল বর্ষনে ক্যানিং থানার পুলিশ আবাসনে জল জমে যায়। পুলিশ কর্মীদের কে হাঁটু সমান জল মাড়িয়ে থানায় আসতে হয়। এছাড়াও ভারী বর্ষনের ফলে ক্যানিংয়ের বিভিন্ন এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। জল পারাপার হয়ে যাতায়াতের সময় অনেকেই রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।এছাড়াও নোংরা জলে হাঁটাচলার জন্য বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে।সাধারণ মানুষের অভিযোগ যত্রতত্র জলনিকাশি ব্যবস্থা বন্ধ করে সরকারি জমির উপর দোকান,বাড়িঘর গজিয়ে উঠছে।আবার যে টুকু নিকাশিনালা রয়েছে,প্লাস্টিক ব্যবহারের রমরমার জন্য সেগুলো প্লাস্টিকের চাপে বন্ধ হয়ে পড়ছে।যার ফলে সামান্য কিংবা ভারী বৃষ্টিপাত হলেই জলমগ্ন হয়ে পড়ছে ক্যানিং শহর।স্থানীয়দের আরো দাবী প্রশাসনিক স্তরে অবিলম্বে এমন সমস্যা সমাধান করার জন্য অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন।নচেৎ অদূর ভবিষ্যতে ক্যানিং শহর জলমগ্ন হয়ে ডুবে যাবে তাতে কোন সন্দেহ নেই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here