কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে দ্বারোদঘাটন হলো রানাঘাট শ্মশানের নবনির্মিত শ্মশান কালী মায়ের মন্দিরের।

0
502

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে দ্বারোদঘাটন হলো রানাঘাট শ্মশানের নবনির্মিত শ্মশান কালী মায়ের মন্দিরের।রানাঘাট পুরসভার উদ্যোগে শ্মশান কালীমায়ের মন্দিরটি নতুনভাবে নির্মিত হলো। গত প্রায় দেড় বছর ধরে চলছে মন্দির নির্মাণের কাজ।মন্দির নির্মাণের জন্য খরচ হয়েছে আনুমানিক ১৫লক্ষ টাকা।আজ কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে মদিরের দ্বারোদঘাটন হলো। অনুষ্ঠানে প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। রানাঘাট শ্মশানে কালী মায়ের মন্দিরে করা হয়েছে টেরাকোটার কাজ। আগামী দিনে এই মন্দিরটি রানাঘাটের অন্যতম দ্রষ্টব্য স্থান হবে বলে এদিন মন্তব্য করেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।পুরপ্রধান ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান আনন্দ দে, নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, প্রখ্যাত ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাট পুরসভার কাউন্সিলর বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here