কলেজ ও স্কুলছাত্রীরাই নিজের হাতেই তৈরি করছে দুর্গা পুজোর বিশেষ থিম।

0
483

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কলেজ ও স্কুলছাত্রীরাই নিজের হাতেই তৈরি করছে দুর্গা পুজোর বিশেষ থিম,মা আসছে স্বপের উড়ানে।যা তৈরী হচ্ছে সলা থেকে মাটির রকমারী কাজ।সাথে থাকছে যুবক যুবতীদের জন্য সেলফি জোন। তার ই জোর কদমে চলছে মণ্ডপ তৈরীর প্রস্তুতি।

পুজো আর এক মাসও বাকি নেই, বিভিন্ন পূজা মন্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এর নিকটে পশ্চিম সেবাগ্রাম সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৩৭ তম বর্ষের পুজোর কাজ চলছে জোরকদমে। এবারে তাদের থিম” মা আসছে স্বপ্নের উড়ানে”. মুম্বাইয়ের শিল্পীর তত্ত্বাবধানে এবং জলপাইগুড়ি জেলার শিশু শিল্পীদের সহযোগিতায় শহর সংলগ্ন সেবাগ্রামে চলছে পুজোর এই প্রস্তুতি। দীর্ঘ করোনা অতিমারিকে কাটিয়ে এইবার জলপাইগুড়ি বাসির জন্য অন্যতম সেরা পুজো উপহার দিতে চলেছে পুজো কমিটি। পুজো কমিটি এর তরফ থেকে সম্পাদক প্রীতম ঘোষ জানান যে তারা এবছর জলপাইগুড়ির যুবক ও যুবতীদের জন্য গ্রামের মধ্যে থেকে একটি অন্যতম সেরা পুজো করতে চলেছে। তাদের এবার বিশেষ আকর্ষ সেলফি পয়েন্ট যা জলপাইগুড়ি এর যুবক থেকে যুবতীদের আকৃষ্ট করবে। তার কাছে সেলফি পয়েন্ট এর বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি পুজোর সারপ্রাইজড জন্য অপেক্ষা করতে বলেন। পুজোর আয়োজন এবং কার্যকলাপ দেখে সত্যিই মনে হচ্ছে জলপাইগুড়ি এর দুর্গাপুজো আবার চমকপ্রদ হতে চলেছে, এদিন শিশুশিল্পী দের কাজ যে জোর কদমে চলছে তা দেখে এটা নিশ্চিত।শিশুশিল্পী দের মধ্যে রয়েছে মৌবনি, টুরি,পাকু,মনাই, পিয়া,দিয়া, বর্ষা,শঙ্কিত,সুমি, শিখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here