কুলতলিতে বিজেপির পথসভায় তৃণমূলের হামলার প্রতিবাদে থানার সামনের মোড়ে রাস্তায় বসে অবরোধ ও বিক্ষোভ অগ্নিমিত্রা পলের।

0
179

দক্ষিণ চব্বিশ পরগনা, নিজস্ব সংবাদদাতা:-  শুক্র ও শনিবার পরপর দু’দিন কুলতলিতে বিজেপির দু’টি সভায় ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে এবার দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার কুলতলি থানার সামনের মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ ও অবরোধের শামিল হলেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরাIশনিবার দিন কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকায় বিজেপির একটি পথসভা ভন্ডুল করে দেওয়ার পাশাপাশি দলের কর্মীদেরকে মারধর ও রবিবার সন্ধ্যায় পাশের দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মানিকপীর মোড়ে পথসভায় সেখানেও সদলবলে তৃণমূলের নেতৃত্ব ও দলের কর্মীরা হামলা চালায়I সেই ঘটনায় সঞ্জয় পাত্র সহ অনেকেই আহত হয়েছেI আর এই হামলার পিছনে রয়েছে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলI সেই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার কুলতলি থানার সামনের মোড়ে অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে সেখানে বিজেপির লোকজন বিক্ষোভ প্রদর্শন করেIসেখানেই অগ্নিমিত্রা পল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেনIএই বিক্ষোভ কর্মসূচি ঘিরে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য থানার সামনে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here