বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।

0
266

জলপাই গুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আলুর মরসুমে জলপাইগুড়িতে সারের কালোবাজারির অভিযোগ উঠেছিল গত বছর। এই ক্ষেত্রে চলতি বছরে আগে থেকেই পদক্ষেপ করতে উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সভায় জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অশ্বিনী রায়, জেলা কৃষি দফতরের পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দুলাল দেবনাথ বলেন, ” সারের কালোবাজারি রুখতে আগাম ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।” সার ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপেন চাকী বলেন, “নির্ধারিত দামে সার বিক্রি করতে সমিতির সদস্যদের বলা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here