নদিয়ার কালীনারযানপুরে বাসিন্দা তুহিন বিশ্বাস, সেরা চিত্রগ্রাহক মনোনয়ন হয়েছেন ভারতবর্ষ নয় সুদূর মালয়েশিয়া গোল্ডেন গ্লোবালের মঞ্চে।

0
156

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার কালীনারযানপুরে বাসিন্দা তুহিন বিশ্বাস পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। ছোট বেলা থেকে ছবি আঁকা ও ছবি তোলা। গ্রাম গঞ্জে কিংবা অন্যত্রে ফ্রেম বন্ধী করতে পিছপা হতেন না তুহিন বিশ্বাস ।বাড়িতে মা ও স্ত্রী বাবা বেশ কয়েক বছর আগে গত হয়েছেন।প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে নানা অভিজ্ঞতা।তাই বিভিন্ন গ্রামের কিংবা অন্য জায়গায় ছবি তুলতে বিভিন্ন জায়গায় ছুটে যেতেন। হটাৎ করে সিনেমাগ্রাফার হয়ে উঠবেন ভাবতে পারেননি। এমন যে ঘটনা ঘটিয়ে ফেলবেন কেউ জানতে পারিনি । সেভাবে অর্থ নেই ফলে ডিরেক্টর প্রসূন বাবু অবশেষে তুহিন বিশ্বাসের ওপর নির্ভর করে এবং তাকে সিনেমাগ্রাফার হিসাবে কাজ করার জন্য ।আর প্রথম কাজেই দোস্তজী র দৌলতে সেরা চিত্রগ্রাহক মনোনয়ন হয়েছেন ভারতবর্ষ নয় সুদূর মালয়েশিয়া গোল্ডেন গ্লোবালের মঞ্চে এই সিনেমাটি 11ই নভেম্বর কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, আগরতলা রিলিজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here