ফের বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ ।

0
226

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ফের বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ । আমাদের চ্যানেল দেখিয়েছিল পুকুর ভরাট ছবি এই ওয়ার্ডেই। আবারো দু-দুটো পুকুর ভরাট করার অভিযোগ উঠল।বারবার তিন নম্বর ওয়ার্ডেই এই পুকুর ভরাটের অভিযোগ। বর্ধমান পুরসভা কেন এই বিষয়ে চুপ রয়েছেন তা নিয়ে অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতারাই কর্মীরাই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই পুকুর ভরাট করছে টিএমসির লোকেরাই পুকুর বিক্রি করে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং করা প্ল্যান তাদের। যদি এই পুকুর ভরাট হয় তাহলে পাড়ায় আগুন লেগে যায় কোথায় জল আনতে যাব এবং পাড়ায় পুকুর এভাবে ভরাট হতে তাকে দিনের পর দিন।স্থানীয় তৃণমূল কর্মী আসিফ তিনি জানিয়েছেন,আমাদের কাছে কোন রকম অভিযোগ নেই আমাদের কাছে যদি এরকম ছবি আসে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সজল ধারা এবং জল ধরো জল ভরো প্রকল্পের কথা বলেন।কিন্তু এভাবে যদি পুকুরকে ভরাট করে আমরা প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেব প্রশাসনকে জানাবো যাতে কেউ পুকুর ভরাট করে বাড়ি যাতে না করতে পারে।অপরদিকে বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার ক্যামেরার মুখোমুখি হয়ে, আমি নিজে আজকে তিন নম্বর ওয়ার্ড ঘুরবো,কোথায় কোথায় পুকুর ভরাট হচ্ছে আমি নজর দিয়ে দেখবো এবং তৎক্ষণে সেগুলোকে বন্ধ করে দেব। আমি পুকুর ভরাটের বিরুদ্ধে।শহরে পুকুর সৌন্দর্যের রাখে মানুষের সুবিধার কাজ করে, পুকুরে এভাবে ভরাট হওয়াটা একেবারে অন্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here