অগ্রদূত সংঘের পুজোর থিম আমেরিকান রেড ইন্ডিয়ান মাস্ক।

0
221

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দুর্গা পুজোর সময় আমরা দেখেছি থিমের চমক। এবার কালী পুজোতেও থিমের রমরমা। প্রতিবছরের মতো এবছরও বীরভূম জেলার দুবরাজপুরের অগ্রদূত সংঘের কালী পুজোয় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেল। এ বছর অগ্রদূত সংঘের ৬০ তম কালী পুজো। এবারে তাঁদের থিম ভাবনা “আমেরিকান রেড ইন্ডিয়ান মাস্ক”। প্রতিবছর অগ্রদূত সংঘের কালী পুজোতে থিমের চমক থাকে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন। বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর জন্য মানুষের জীবন একেবারে ব্ল্যাক এণ্ড হোয়াইটে পরিণত হয়েছিল। এক কথায় বলা যায় জীবন থেকে সমস্ত রং মুছে গেছিল। তাই এই থিমের মাধ্যমে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ জীবন যাত্রাকে রঙিন করে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। যেহেতু করোনা আবহে মানুষের বন্দি দশায় কেটেছে তাই এই ধরনের থিমের আয়োজন করার ভাবনা অগ্রদূত সংঘের সদস্যদের। এই থিমের আয়োজনে নানান কুটির শিল্পের কাজ বাঁশ ও কাগজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই পুজো কমিটির বাজেট প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। কালীপুজোর দিন থেকে প্রায় চার-পাঁচদিন স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অগ্রদূত সংঘের সম্পাদক মানিক মুখার্জি ও পুজো কমিটির সহ সম্পাদক দেবাশিষ দাসবৈষ্ণব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here