ভাঁইফোটায় দিলেন শতাধিক বোন ও দিদি।

0
233

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর :- ভাই এবং বোনের অটুট সম্পর্ক একটি উত্‍সব হিসাবে পালিত হয়। রাখী বন্ধনের মতো ভাইফোঁটা উৎসবও প্রত্যেক ভাই-বোনের জন্য বিশেষ। আজ ভাইফোঁটার দিনে বোনেরা বা দিদিরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই দিনে বোনেরা তাঁদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেন এবং তাঁদের মঙ্গল কামনা করেন। কথিত আছে ভাইফোঁটার দিন তিলক লাগালে ভাইয়ের আয়ু দীর্ঘ হয়। তাই এই দিনটি পালন করা হয়। ভাইফোঁটার দিন এক অন্য চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুরে। প্রতিবছরের মতো এবছরও আজকের দিনে দুবরাজপুরের বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জির বাড়িতে শতাধিক বোন ও দিদিরা এসে তাঁর কপালে ফোঁটা দিয়ে যান। তাই তাঁদের সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং উপহার স্বরুপ সকল বোন ও দিদিদের একটি শাড়ি দেন প্রভাত চ্যাটার্জি। তিনি জানান, বিগত ২০ বছর ধরে এই আয়োজন করে আসছি। আগে আমি আমার পাড়ার দিদি বোনদের কাছে গিয়ে ফোঁটা নিতাম। কিন্তু এখন বয়সের জন্য আমি আর যেতে পারি না। তাই তিন চারটে পাড়া থেকে বোন ও দিদিরা আমার বাড়িতে এসে ফোঁটা দিয়ে যায়। আমি তাঁদের সকলকে মিষ্টিমুখ করায় এবং সকলকে একটি শাড়ি উপহার দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here