রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাল কোচবিহার পুরসভার,আসার সম্ভাবনা রয়েছে।

0
336

মনিরুল হক, কোচবিহারঃ রাজ ঐতিহ্যবাহী কোচবিহারের ২১১ তম প্রাচীন রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালো কোচবিহার পুরসভার। আগামী ৭ই নভেম্বর কোচবিহার মদনমোহন মন্দিরে হতে চলেছে রাস উৎসব। আর এই রাস উৎসবকে কেন্দ্র করে রাসমেলা মাঠ, এম.জে.এন. স্টেডিয়াম সহ জুড়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে মেলা বসে। এই মেলার পরিচালনা করে কোচবিহার পুরসভা। এবছর রাস উৎসবের পরের দিন অর্থাৎ ৮ই নভেম্বর এই রাস মেলার উদ্বোধন হতে চলেছে। এই রাজ ঐতিহ্যবাহী প্রাচীন রাস মেলা উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে আমন্ত্রণ জানালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

এ বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন- “রাজ আমলের ঐতিহ্যবাহী কোচবিহারের ২১০ বছরের প্রাচীন রাস মেলার উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা কোচবিহার পুরসভার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। তবে মুখ্যমন্ত্রী এখনও এই বিষয়ে কোন চূড়ান্ত কিছু বলেন নি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here