বর্ধমান রেলওয়ে পুরনো ব্রিজের পাশে যেসব দোকানপাট ছিল সেসব উচ্ছেদ করা হলো রেল পুলিশের তত্ত্বাবধানে।

0
127

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান রেলওয়ে পুরনো ব্রিজের পাশে যেসব দোকানপাট ছিল সেসব উচ্ছেদ করা হলো রেল পুলিশের তত্ত্বাবধানে। আর এই উচ্ছেদ নিয়ে দেখা দেয় উত্তেজনার।
রেল কর্তৃপক্ষের দাবি দাবি করে ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে এটিকে ভেঙে নতুন করে আবার তৈরি করা হবে ব্রিজ।
গত ১০- ১৫ দিন আগে ব্রিজের পাশে যেসব দোকানদার রয়েছেন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে আজ ১৪ ডিসেম্বর সমস্ত দোকানপাট এই ব্রিজের পাশ থেকে উঠিয়ে নিতে হবে। সেই রকমই আজ রেল কর্তৃপক্ষর তাদের উচ্ছেদ করে দেয়া হলো পুরনো রেল ব্রিজের পাশ থেকে। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এই ওয়ার্ডের পৌরপিতা নুরুল আলম।তিনি আশ্বাস দিয়ে বলেন,গরিবের পাশে আমরা রয়েছি। আমাদের সংগঠন,আমাদের দল, তাদের সাথে আছে।
কিন্তু এখন কথা গরিব খেটে খাওয়া যে সমস্ত দোকানদার রয়েছেন তাদের কি হবে।তাদের দাবি, আমাদের পুনর্বাসন দিতে হবে এবং এর বিকল্পই ব্রিজ করতে হবে। এই ব্রিজের মধ্যে প্রচুর মানুষের যাতায়াত এবং ব্রিজের পাশে তারা ব্যবসা করে সংসার টা চালান যদি তাদেরকে উচ্ছেদ করা হয় তারা কোথায় যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here