সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি থেকে উদ্ধার একটি অজগর সাপ।

0
225

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার
সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি এলাকার বোম্বিং এরিয়ায় বুধবার পাওয়া গেল ছ’ফুট লম্বা একটি অজগর সাপ। বুধবার এই অজগর সাপটিকে প্রথম দেখতে পায় বায়ুসেনার কর্মীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঙ্গারনালির এই এলাকাটি কলাইকুন্ডা বায়ু সেনার প্রশিক্ষণরত বৈমানিকদের বোমা ফেলার জায়গা। বায়ু সেনার কর্মীরা অজগরটি কে দেখার পর বিষয়টি বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের কর্মীরা। ঘটনাস্থল থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ টি কে উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগের কর্মীরা কলাইকুন্ডা রেঞ্জে। কিভাবে কোথা থেকে ওই অজগর সাপটি এলো তা খতিয়ে দেখছে বন দফতর। ওই ঘটনায় বায়ু সেনার কর্মীরা কিছুটা আতংকিত হয়ে পড়েন।অজগর সাপ টি দেখতে ওই এলাকার মানুষজন ভিড় জমায়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে উদ্ধার করে নিয়ে যাওয়া অজগর সাপ টির স্বাস্থ্য পরীক্ষা করার পর গভীর জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here