কালিয়াচক পুলিশের পরপর সাফল্য।

0
122

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—কালিয়াচক পুলিশের পরপর সাফল্য। এক সপ্তাহে বেশ কিছু ঘটনায় সাফল্য এসেছে পুলিশের। ব্রাউন শুগার-‌সহ বেআইনি টাকা উদ্ধারের মতো যেমন ঘটনা ঘটেছে, তেমনই খুনের ঘটনায় ৩ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার এসব খতিয়ান তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার(‌গ্রামীণ)‌ আলি আবু বাক্কার। ছিলেন কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন, কালিয়াচক থানার আইসি উদয়শঙ্কর ঘোষ প্রমুখ। এক সপ্তাহের মধ্যে ৪.‌২ কেজি ব্রাউন শুগার-‌সহ একজনকে পিরোজপুর থেকে কালিয়াচক থানার পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ব্রাউন শুগারের বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। সেখানে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তাদের খুঁজছে। অন্যদিকে নারায়নপুর থেকে ১০ লাখ ৯০ হাজার টাকা-‌সহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সোডিয়াম কার্বোনেট-‌সহ বেশ কিছু কাচা মাল উদ্ধার হয়েছে। এই সব ঘটনার পাশাপাশি কালিয়াচকে খুন হওয়া ব্যক্তির খুনিদের চিহ্নিত করে অভিযুক্ত তিনজনকে ৩ দিনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার(‌গ্রামীণ)‌ আবু বাক্কার এদিন জানান, ‘‌কালিয়াচক থানার পুলিশ ভাল কাজ করছে। পরপর সাফল্য আসছে তাদের। এসডিপিও ও আইসি-‌র নেতৃত্বে ভালো কাজ চলছে। কোন ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে দ্রুত জানান পুলিশ প্রশাসন মানুষের পাশে রয়েছে। ’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here