রানাঘাট দক্ষিণপড়া সম্মেলনী ক্লাব এর প্রতিমা দেখতে ভিড়।

0
417

নদীয়া, নিজস্ব সংবাদদাতা : সরস্বতী পূজো মানে ভালোবাসার পরিবেশ আর এই সরস্বতী পূজো কে কেন্দ্র করে উচ্ছাস সবকিছু প্রকাশ পাই । তাই সরস্বতী পূজো বর্তমানে প্রতিযোগিতায় বাতাবরণ তৌরি হয় ।রানাঘাট দক্ষিণপড়া সম্মেলনী ক্লাব প্রতিবছর সরস্বতীর উচ্চতা বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এই বছর তাদের প্রতিমার উচ্চতা23 ফুট 26 তম বর্ষে তাদের প্রতিমা দেখতে ভিড় জমায় তেমনি প্রতিমার উচ্ছতার ওপর জোর দেওয়া হয় ।প্রতিমার এমন উচ্চতা নদীয়া জেলার মধ্যে সবচেয়ে বড় প্রতীমা।শুধু তাই নয় রাজ্যের মধ্যে এমন উচ্চতা প্রতিমা কম দেখা যায়। রানাঘাট নাসরা পড়া অধিবাসী বৃন্দ তাই এই বছর বৃহত্তম সরস্বতী দেবীর আরাধনায় নেমেছে ।তাদের প্রতিমার উচ্চতা 17 ফুটের।রানাঘাটে দ্বিতীয় উচ্চতম প্রতিমা ।এই বছর রানাঘাটের দুটি বড় উচ্ছতার সরস্বতী প্রতিমা ঘিরে ইতিমধ্যে উৎসাহ ও আলোড়ন পড়েছে ।পূজো উদ্যোক্তারা মনে করছেন তাদের প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জামাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here