দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভায়োর জালালিয়া উচ্চ বিদ্যালয় শত বর্ষের আলোকে উদ্ভাসিত হল।

0
121

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভায়োর জালালিয়া উচ্চ বিদ্যালয় শত বর্ষের আলোকে উদ্ভাসিত হল। জেলায় চতুর্থ স্কুল হিসেবে শতবর্ষ উদযাপন করল এই স্কুল। তৎকালীন দিনাজপুর জেলা ও মালদা জেলার লাগুয়া তপন ব্লকের ভায়োর, করদহ, ভিকাহার সহ বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাদানের লক্ষ্যে তৎকালীন এলাকার এলাকার জোতদার ধন মোহাম্মদ সরকার একটি মাদ্রাসা তৈরি করেন। এরপরে তার পুত্রের হাত ধরে ১৯২৩ খ্রিস্টাব্দে এই মাদ্রাসা একটি স্কুলের রূপ নেয়। সেই স্কুলই আজ পায়ে পায়ে 100 বছরে পদার্পণ করেছে। এক থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে মালদা জেলার সীমান্ত। দক্ষিণ দিনাজপুর ও মালদা এই দুই জেলার সীমান্ত লাগুয়া এই স্কুলের শতবর্ষের অনুষ্ঠান ঘিরে প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক সকলের আবেগ মন ছুঁয়ে যাওয়ার মত। ছোট্ট মাদ্রাসা থেকে শুরু প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল হয়ে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার ইতিহাসটা মোটেই সহজ ছিল না। এলাকার ছাত্র-ছাত্রী শিক্ষক সকলের দলবেঁধে স্কুলের জন্য চাঁদা তুলে যে মাটির দেওয়াল যুক্ত স্কুল তৈরি করেছিলেন তা আজ সরকারি বেসরকারি বদান্যতায় পাক্কাপোক্ত মহিরূঢ়ে পরিণত হয়েছে। স্কুলের প্রাক্তনীরা রবিবার স্কুলে শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির, শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাক্তনী সমাবেশ ঘিরে। পাশাপাশি গত ১০ ফেব্রুয়ারি তারিখ থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান গিরি সকলের উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো লক্ষ্য করা গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here