কুম্ভ মেলা ঘিরে সাজ সাজ রব নদিয়ার কল্যাণীর মাঝের চর ঘাটে।

0
414

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশ নয়, কুম্ভমেলার আয়োজন এ বার বাংলায়। মেলা ঘিরে সাজ সাজ রব নদিয়ার কল্যাণীর মাঝের চর ঘাটে। আয়োজকদের দাবি, প্রথম দিনেই ১০-১২ হাজার মানুষের সমাগম হয়েছে। সোমবার মাঝের চর ঘাটে হল ‘শাহী স্নান’। সোমবার সকাল থেকেই ভিড় ছিল পূর্নার্থীদের।
এদিন সকালে পূণ্য স্নান করতে মাঝের চর ঘাটে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গঙ্গায় স্নান করে পূজো দেন তিনি।
পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। আর মাঘ সংক্রান্তিতে হয় এই কুম্ভ মেলা। তবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল ‘শাহী স্নান’। সোমবার সকালে শুরু হয় সাধুদের নগর পরিক্রমা। ভোরের আলো ফুটতেই ঘাটে শুরু হয় সাধু ও পূর্নার্থীদের ‘শাহী স্নান’।
মেলা ঘিরে মাঝেরচর ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে দিকেও নজর দিয়েছে প্রশাসন। ১৪ ফ্রেব্রুরারি পর্যন্ত চলবে এই মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here