মেটেলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন।

0
402

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিলে বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কয়েকজন। তাই তাঁদে স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিনটিকে শহিদ দিবস হিসাবেও পালন করা হয়। এদিন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনব ভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে’র নেতৃত্বে ছাত্রছাত্রীদের নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করানো হয় এবং ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামেরই প্রতিটি বাড়ির দরজায় লিখতে দেখা যায় ‘বাংলা আমার মা, বাংলাকে আমি ভালোবাসি, মাতৃভাষা দিবস অমর রহে’ প্রভৃতি উক্তি। মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, ‘মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা দিবস উপলক্ষে আজকের দিনের গুরুত্ব, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন প্রভৃতির উদ্দেশ্যই আজকে আমাদের এই কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here