পাঞ্জাবে কৃষক নেতাদের ওপর সিবিআই হানার তীব্র নিন্দা জানাচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা।

0
303

দিল্লি, ৪ মার্চ, ২০২৩: ২১ ফেব্রুয়ারি ভারতীয় কিষাণ ইউনিয়ন (লাখোয়াল) সংগঠনের রাজ্য সভাপতি হরিন্দর সিং লাখোয়াল এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় সভাপতি সতনাম সিং বেহেরুর অফিসে সিবিআই হানা দেয়। এই হানা কেন তার কোন অনুসন্ধান পরোয়ানা বা এফআইআর দেখানো হয়নি। সংগঠনগুলির চেক বই, ব্যাংক পাস বই, লেটার প্যাড এমনকি বেহেরু জীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই পুলিশি হানা ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিরুদ্ধে মোদি সরকারের প্রতিশোধ। মনে রাখতে হবে এই আন্দোলন সরকারকে তিনটি কৃষক-বিরোধী আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। সংযুক্ত কিষাণ মোর্চা এই হানার তীব্র নিন্দা করে এবং এই হয়রানি এবং ভয় দেখানোর কৌশলের বিরুদ্ধে লড়াই করবে। ২৮ ফেব্রুয়ারি সিবিআই অভিযানের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলি পাঞ্জাবের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দেয়। ১৩ মার্চ এসকেএম পাঞ্জাব এই হানাগুলির বিরুদ্ধে জেলা সদরে বিক্ষোভের আয়োজন করবে এবং জেলা কালেক্টর -এর কাছে স্মারকলিপি জমা দেবে। ২০ মার্চ দিল্লিতে যে কৃষক মহাপঞ্চায়েত আয়োজিত হতে চলেছে, সেখানে এই সমস্যার কথা তুলে ধরা হবে।

মিডিয়া সেল- সংযুক্ত কিষাণ মোর্চা
ইমেল- samyuktkisanmorcha@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here