পরীক্ষার্থীদের হাতে ও জলের বোতল ও কলম তুলে দিলেন বিধায়ক।

0
105

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্যে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এটাই ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের আরবিএসডি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে পোস্ট অফিস মোড়ে দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে এবং দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল। পাশাপাশি পরীক্ষার্থীদের একটি করে কলম ও জলের বোতল তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি করুণাময় মুখার্জি, দুবরাজপুরের কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি সহ বিজেপির কার্যকর্তাগণ। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা জানান, প্রতিটি ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। এটা তাঁদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। তাই আজ আমরা দুবরাজপুর বিজেপি শহর মণ্ডলের পক্ষ থেকে কলম ও জলের বোতল তুলে দিলাম। পাশাপাশি তাঁদের পরীক্ষার সফলতার জন্য কামনাও করছি। এদিন দুবরাজপুর, হেতমপুর, খয়রাশোল, নাকড়াকোন্দা, রসা সহ একাধিক গ্রামের বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here