গ্রামের খুদে পড়ুয়া দের স্কুল মুখি করতে প্রকৃতি পাঠ, মাংস সহ যোগে ফ্রাই রাইস দিয়ে লাঞ্চ।

0
303

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে যখন পড়ুয়ার অভাবে হাজার হাজার স্কুল বন্ধ হবার মূখে সেই সময় এক অভিনব কৌশলে গ্রামীণ স্কুলের প্রতি শিশু মনকে আকৃষ্ট করতে উদ্যোগী হলো জলপাইগুড়ির শোভা বাড়ীতে অবস্থিত নোনি সাহা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান ছাত্রদের অভিভাবকেরা।
বৃহস্পতিবার স্কুলের মিড ডে মিলের সময় স্কুল লাগোয়া লাল মন্দির এলাকার একটি ক্ষুদ্র চা বাগানে আয়োজন করা হয়েছিল একদিকে দুপুরের আহার তার সঙ্গে প্রকৃতির সঙ্গে পরিচয় পর্ব।
এই উদ্যোগ প্রসঙ্গে স্কুলের সহ শিক্ষক বিপ্লব ঝা বলেন, এমন আয়োজন করার মূল লক্ষ্য ই হলো শিশু মনের বিকাস এর পাশাপাশি স্কুলের প্রতি উৎসাহ সৃষ্টি করা।
এবং ওদের এই মুক্ত আকাশে আনন্দের সঙ্গে প্রকৃতি পাঠ এর দৃশ্য আশপাশের শিশুদেরকে মধ্যে প্রভাব ফেলবে ওরাও স্কুল মুখি হবে।

অপরদিকে নিজের সন্তানের সঙ্গে স্কুলের এই আয়োজনে আমন্ত্রিত অভিভাবিকা মুন্নী রায় জানান, এটি খুবই ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষকেরা, এতে বাচ্চাদের এক ঘেয়েমি স্কুল জীবন থেকে ওরা অনেকটাই মুক্ত হতে পারবে।

প্রকৃতি পাঠ এর সঙ্গে নাচ গান খেলাধুলা সঙ্গে মাংস যোগে ফ্রাই রাইস এত কিছু পেয়ে আপ্লুত খুদে পড়ুয়ার দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here