বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পুনরায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
145

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পঞ্চায়েত নির্বাচন এর আগে বিডিওর আশ্বাসের তিন মাস পরেও হয়নি কাজ। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পুনরায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অফিস সময়ে এই বিক্ষোভের ফলে রাস্তার দুই ধারে আটকে পড়ে যান চলাচল। সমস্যায় পড়ে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীরা। যদিও এই অবস্থান-বিক্ষোভের ঘটনার দীর্ঘ সময় পরেও এলাকায় দেখা মেলেনি পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনকে। গ্রামবাসীদের অভিযোগ জলঘর পঞ্চায়েতের জলঘর থেকে তেলাপুকুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষার সময় ওই রাস্তা দিয়ে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। তেলাপুকুর গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস। স্কুল সহ অফিস, বিভিন্ন কাজে ওই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হয় তাদের। প্রায় তিন মাস আগে রাস্তা সারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। সেই সময় ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এই রাস্তা আজও হয়নি। বাসিন্দাদের আরও অভিযোগ ইন্টারনেটে এই রাস্তাটি পাকা বলে দেখাচ্ছে। ফলে গ্রামের রাস্তা নিয়ে দুর্নীতির গন্ধও পাচ্ছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here