আর্থিক সামর্থ্য থাকলেও দোতলা বাড়ি করা যাবে না,কারণ নাকি দেবতত্ত্ব।

0
343

আবদুল হাই, বাঁকুড়াঃ জেলার ওন্দা ব্লকে বালিয়াড়া গ্ৰাম।আর এই গ্ৰামকে ঘিরে রয়েছে এক ইতিহাস।মন দিয়ে শোনা যাক এই গ্ৰামের ইতিহাস। এরকম ঘটনা কেউ কি কোনদিন শুনেছেন। আর্থিক সামর্থ্য থাকলেও আপনি দোতলা বিল্ডিং করতে পারবেন না। বাধ সেজেছে গ্রামের মানুষের বিশ্বাস আর ভক্তি। কথায় আছে…”বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর”। গ্রামের জাগ্রত দেবী মা মনসা রয়েছেন। ভাই দেবীকে অমান্য করে দোতলা বিল্ডিং কেউ তুলতে পারবে না। অনেকে সেটা অন্ধবিশ্বাস ভেবে ঔদ্ধত্য দেখিয়েছেন। কিন্তু ঘটেছে ভয়ংকর অমঙ্গল। তাই গ্রামে এখন আর কেউ সেই প্রথা ভেঙ্গে, অন্ধ বিশ্বাস ভেঙে এগোতে সাহস করছেন না। বর্তমান বিজ্ঞানের যুগে ও এরকম ঘটনা অনেককে হতবাক করেছে। কেউই সঠিক জানেন না এর পিছনে কোন দৈবীক বা আদি ভৌতিক রহস্য রয়ে গেছে। অন্ধবিশ্বাস ভাঙার চেষ্টা হয়েছে ও বারবার। কিন্তু তা ফলপ্রসু হয়নি। কোন এক দৈবিক শক্তি বাধা দিচ্ছে বারবার। অনেকে গ্রামের জাগ্রত দেবী মনসাকে এই ঘটনার রহস্য বিন্দু বলছেন। এই বিশ্বে কত রহস্যময় ঘটনা লুকিয়ে আছে, বিজ্ঞানে যার ব্যাখ্যা মিলেনা। তার ব্যাখ্যা থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর বিশেষ প্রতিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here