বিধায়ক কৃষ্ণ কল্যানী রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন।

0
216

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রায়গঞ্জের বিধায়ক ভিতরে বিজেপি আর বাইরে নাকি তৃণমূল। তার বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং সোনা হস্তগত করে নিয়ে গিয়েছে আয়কর দপ্তর। ঠিক এভাবেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার দুপুরে নিজের দপ্তরের একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানেই বিধায়ক কৃষ্ণ কল্যানী রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন আয়কর হানা, আমার বাড়িতে ফ্যাক্টরিতে অফিসে হয়েছিল আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিই আর সেই টাকায় এদেশের উন্নয়ন হয়। এদিন তিনি শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বলেন একটি জনসভায় উনি বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন। কৃষ্ণ কল্যাণীর বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে আয়কর দপ্তর নাকি অনেক টাকা অলংকার নিয়ে গিয়েছে। এদিন শুভেন্দুকে লোডশেডিং অধিকারী বলে কটাক্ষ করেন তিনি। তিনি আরো তোপ দাগেন আয়কর দপ্তর থেকে সিজার লিস্ট বের করে আনুন আর সেটা এবার টুইট করুন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি শুভেন্দু অধিকারী কে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। চালাকি করে শুভেন্দু অধিকারী নিজেকে বড় কিছু ভাবছেন। তাই শুভেন্দু ভয়ে আমার নাম নেয়নি। নইলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতাম বলেও যেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষ্ণকল্যানী। শুভেন্দু অধিকারীকে প্লাস্টিক সার্জারি করবার পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here