সপ্তাহের বেশি সময় ধরে ফাঁকা দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বড়বাবুর পদটি। সমস্যায় প্রাথমিক শিক্ষকরা।

0
120

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  এক সপ্তাহের বেশি সময় ধরে ফাঁকা দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বড়বাবুর পদটি। সমস্যায় প্রাথমিক শিক্ষকরা। দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কার্যালয়ে বড় বাবুর পদে কাউকে বহাল করার দাবি। তবে এটি কার্যালয়ের আভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছেন ওই শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা।
এজেলার ৪ হাজারের বেশি সংখ্যক রয়েছেন প্রাথমিক শিক্ষক। স্কুলের কাজকর্ম তো বটেই, শিক্ষকদের চাকরি সংক্রান্ত নানাবিধ কাজকর্ম হয় ওই কার্যালয় থেকে। এক্ষেত্রে বড় বাবুর ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ। ফাইলের বিষয়গুলি তার তত্ত্ব্বাবধানেই থাকে। গত এপ্রিল মাসে ওই কার্যালয়ের বড় বাবু অবসর গ্রহণ করেছেন। তার জায়গায় আরেকজন সিনিয়র কর্মীকে বড় বাবুর দায়িত্ব বা পদে বসানোর নিয়ম। কিন্ত এক সপ্তাহের বেশি সময় ধরে বড় বাবুর চেয়ারটি ফাঁকা। নিদিষ্ট ঘরটিও তালাবন্ধ থাকছে অধিকাংশ দিন। কাজ না হওয়ায় ফিরে আসতে হচ্ছে শিক্ষকদের। দ্রুত সেই পদে কাউকে বসানোর দাবি প্রাথমিক শিক্ষকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here