আধুনিক যুগেও আগের মতো সমান চহিদা তালের শাষের।

0
243

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এইসময় মাঠে ঘাটে অনেক তাল গাছ দেখা যায়, আর সেই তাল গাছের তাল কেটে সাশ বের করে অনেকেই এই গরমে জীবিকা নির্বাহ করে ।
অল্প মূল্যে এই সুখাদ্য তালের সাশ বিক্রি করতে বাজার, রাস্তার ধরে ভির জমায় বেস কিছু মানুষ ।
এই গরমে গ্রামে যেমন তালের রস পাওয়া যায় যা শরীরের পক্ষে উপকারী,
তেমনি কিটনাশক ছড়া তালের সাশ আমাদের দেহেকে সুস্থ রাখতে অনেক প্রয়োজন এই সাশে অনেক খনিজ পদার্থ্য থাকে , ক্লান্তি দুর করা, দেহ লবণের পরিমান ঠিক রাখা শহ মানুষের লিভার সমস্যা অনেক টা কমে বলে অনেক চিকিৎশক মনে করেন ।
সেই কারনে আদি যুগ থেকে মানুষ তালের সাশ খেতে আগ্রহী।
আধুনিক যুগেও আগের মতো সমান চহিদা তালের শাষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here