অদৃশ্য দস্যুর তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকা।

0
283

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অদৃশ্য দস্যুর তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকা। সকাল শুরু হলেই অদৃশ্য ভাবে হচ্ছে ইট বৃষ্টি, কারোর ভেঙেছে জানালার কাচ, কারোর আবার ঘরের টালি হুর মুড়িয়ে ভেঙে পড়ে খাটের উপর। ইট বৃষ্টির তান্ডবে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। হ্যাঁ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বল্লভী আচার্য পাড়া লেনে। জানা যায় দীর্ঘ বছর ধরে ওই এলাকায় আটটি আচার্য পরিবার বসবাস করছেন যার সদস্য সংখ্যা প্রায় ৪০ জন। অভিযোগ গত তিন দিন আগে ওই আটটি বাড়ির উপর হঠাৎই তিন দিক দিয়ে শুরু হয় ইট বৃষ্টি, তাও আবার দিনের বেলায়। আহত হয় এক শিশু সহ আরো দুজন। বসবাসকারীদের দাবি, কে জে ইট ছুরছে তা তাদের কাছে অজানা। প্রতিবেশীদের কে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর মিলছে না, কারণ তাদের কাছেও অজানা। এখন ইট বৃষ্টির তান্ডবে ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিয়েছেন ওই পরিবারগুলি। আতঙ্কে বাড়ির শিশুদেরকে অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করা হয়। তবে রাতদিন এক করে নজরদারি চালিয়ে যাচ্ছেন ওই পরিবারগুলির সদস্যরা, তবুও সবই যেন অদৃশ্য ঘটনা। বৃহস্পতিবার সকালেও শুরু হয় ইট বৃষ্টির হামলা, আর তাতেই চোখে মুখে আতঙ্কের ছাপ বসবাসকারীদের আবার কখন যেন গায়ে এসে লাগে ইটের আঘাত সেই ভয়েতেই। ঘটনা জানতে পেরে পরিবার গুলির সাথে দেখা করতে যান এলাকার কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী। আশ্চর্যভাবে তার সামনেও হয় এই বৃষ্টি, শুধু সেখানেই শেষ নয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট। জানা যায় ইটের আঘাতে আহত হয় এক পুলিশ কর্মীও। বসবাসকারীদের এখন একটাই দাবি, এই অদৃশ্য দস্যু দের তাণ্ডব থেকে কবে তারা রেহাই পাবেন, নাকি ঘরছাড়া হয়েই থাকতে হবে তাদের। তবে প্রশাসনও হাত-পা গুটিয়ে বসে নেই, লাগাতার চালাচ্ছে নজরদারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here